নিহত লড়ি চালক মোহম্মদ আলী টাঙ্গাইলের মীর্জাপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় নিহতের বড় ভাই শাসুদ্দিন আহত হন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম জানান, দুপুরে নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে বৈদ্যুতিক পোলবাহী বিপরীতমুখি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লড়ি চালক নিহত হন। আহত হন তার ভাই শাসুদ্দিন।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বাংলাদেশে গড়ে ৫৫ জন প্রাণ হারাচ্ছে। বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউটের তথ্যে আরও বলা হয়, প্রতিবছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয় আর আহত হন ৩৫ হাজার।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, শুধু অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩১৪টি, যাতে নিহত হয়েছেন ৩৮৩ জন এবং আহত হয়েছেন ৬৯৪ জন।