চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সানকিসাইর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
নিহত নাদিম হোসেন (১৬) ওই গ্রামের রাজমিস্ত্রি মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, বৃহস্পতিবার বিকালে অটোরিকশায় বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলেটি গুরুতর আহত হয়।
আশপাশের লোকজন পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দিয়ে দেয়া হয়।