বেনাপোল আান্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপিসহ বাংলাদেশি এক হুন্ডি ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আরও পড়ুন: যশোরে ৫ লাখ ইউএস ডলারসহ ২ হুন্ডি ব্যবসায়ী আটক
আটক পাসপোর্ট যাত্রী কবির উদ্দিন ভূইয়া (৪০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফুকরা গ্রামের কাঞ্চণ আলী খানের ছেলে।
আরও পড়ুন: বেনাপোলে প্রায় সোয়া কোটি টাকাসহ ৩ হুন্ডি ব্যবসায়ী আটক
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে একজন পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ডলার ও রুপি নিয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্টে অভিযান চালায়। এ সময় কবির উদ্দিনের ব্যাগে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপিসহ তাকে আটক করা হয়।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ৯ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
কবিরের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ডলার ও রুপিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।