ইউএনবির লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের আরোহী নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
রবিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন (৪৫) সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার আহমেদ আলীর ছেলে।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। পথে বড়বাড়ি তেঁতুলতলা বাজারে পৌঁছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ডুকে পড়লে ব্যবসায়ী জামাল ও তার স্ত্রী নুর নাহার আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ‘হানিফ পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি লালমনিরহাট পুলিশ লাইন্সে রাখা হয়েছে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এদিকে, নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: সারাদেশে পৃথক দুর্ঘটনায় নিহত ২০
চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৮, আহত ৪
ইউএনবির নেত্রকোনা প্রতিনিধি জানান, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১নং বালু মহালের আগার নামক স্থানে ডাইভারশনে এ দুর্ঘনা ঘটে।
নিহত মো. তোতা মিয়া (৪৫) উপজেলার পৌর শহরের বালিকান্দি গ্রামের হাসান আলীর ছেলে। তিনি জাতীয় শ্রমিকলীগের দুর্গাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ১নং বালু মহালের আগার নামক স্থানে ডাইভারশনে বালুগাড়ি যাতায়াতের সুবিধার্থে তোতা মিয়া বাঁশ দিয়ে রাস্তায় মেরামতের কাজ তদারকি করছিলেন।ডাইভারশনের রাস্তায় বিছানো বাঁশগুলো বালুর সাথে চাপা দেয়ার জন্য ট্রাক দিয়ে রোলারের কাজের এক পর্যায়ে ট্রাকটি পেছনে যাওয়ার সময় তোতা মিয়া ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার পেট থেতলে নাড়ি-বুড়ি বের হয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে ১১১ দফা সুপারিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
বনানী সড়ক সংলগ্ন সেতু ভবন সরাতে হবে: ডিএনসিসি মেয়র
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকলে অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতলে আনার আগেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, ‘নিহতের পরিবার ও স্বজনেরা ময়নাতদন্তে আগ্রহী নয়। হাসপাতালে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’