রবিবার দুপুরে নগরীর সোবহানীঘাটস্থ এ হাসপাতালটিতে অভিযান চালায় র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।
আরও পড়ুন: সিলেটে খাদ্য প্রতিষ্ঠান ফুলকলিকে ৫ লাখ টাকা জরিমানা
এ সময় অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, রোগীদের কাছ হতে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়মসহ বিভিন্ন অপরাধের দায়ে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান, অভিযানের সময় হাসপাতালটির অপারেশন থিয়েটারে নোংরা কাপড়-চোপড় ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। যেগুলো থেকে রোগজীবাণু ছড়াচ্ছে।
আরও পড়ুন: সিলেটে ২ রেস্টুরেন্টকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
এছাড়া রোগীদের কাছ হতে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়ম ধরা পরে বলে তিনি জানান।
এদিকে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
আরও পড়ুন: রাজধানীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা
এর আগে বৃহস্পতিবার সিলেটের মিষ্টিজাত পণ্য বিক্রয়কারী অভিজাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ফুলকলিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্টরা জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ফুলকলিকে এ জরিমানা করে আদালত।
আরও পড়ুন: মাগুরায় ৩ ড্রেজার মেশিন জব্দ, এক লাখ টাকা জরিমানা
এর আগেও ফুলকলিকে কয়েকবার জরিমানা করা হয়েছিল। এরপরেও নানা অনিয়ম করে যাচ্ছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন:কুমিল্লায় মাস্ক না পরায় জরিমানা