তারা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ান ও তার সহযোগী বকুল।
আরও পড়ুন: বগুড়ায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শুক্রবার রাতে নির্যাতিতা নলডাঙ্গা থানায় মামলা দায়ের করলে উপজেলার বাঁশভাগ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহীম ও তার সহযোগী বকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের অপর এক সহযোগীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গেল বছর ৩ অক্টোবর নলডাঙ্গা উপজেলার এক গৃহবধূ ভিজিএফ কার্ড করে দেয়ার জন্য ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ানের কাছে যান। পরে ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে দুই সহযোগীসহ ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ইব্রাহীম। ইব্রাহীমের ভয়ভীতি ও নজরদারি এড়িয়ে তিন মাস পর থানায় মামলা দায়ের করলে অভিযান শুরু করে পুলিশ।
আরও পড়ুন: সাভারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
এদিকে রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় গিয়ে ‘যৌন নির্যাতনে’ নিহত হওয়া মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে (১৭) কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। সকাল ৭টা ৫ মিনিটে গোপালপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার
এর আগে রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ বাড়িতে নেয়া হয় আনুশকার লাশ। ভোর থেকেই শত শত মানুষ তাকে শেষবার দেখতে ভিড় করেন। লাশ এসে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা। বারবার মুর্ছা যাচ্ছিলেন আনুশকার বাবা আল আমিন আহম্মেদ।
এদিকে বৃহস্পতিবার বিকালে আনোয়ার খান মেডিকেল হাসপাতালে ‘মৃত অবস্থায়’ নেয়া স্কুল শিক্ষার্থী আনুশকা নুর আমিনের ময়নাতদন্ত শেষে ভুক্তভোগীর শরীরে ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার বিকালে ময়নাতদন্ত শেষ করার পরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বরগুনায় ভাসুর গ্রেপ্তার
এছাড়া ভুক্তভোগীকে উত্তেজক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কি না তা রাসায়নিক পরীক্ষার নমুনা এবং সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছিল কি না তা জানতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডা. সোহেল আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যায়।
এদিকে আনুশকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি ফারদিন ইফতেখার দিহান শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
শুক্রবার বিকালে মামলাটির এজাহার আদালতে আসে। মামলার এজাহার গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
পারিবারিক সূত্র জানায়, গ্রুপ স্টাডির জন্য আনুশকা কলাবাগানে এক বন্ধুর বাসায় যায়। পরে দিহান মেয়েটিকে ‘ধর্ষণ’ করে এবং হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিত্সকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন যে ভুক্তভোগীকে ‘মৃত অবস্থায়’ হাসপাতালে আনা হয়েছিল।