ঝালকাঠি, ০৯ ফেব্রুয়ারি (ইউএনবি)- সদর উপজেলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
শনিবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার দিয়াকুল গ্রামে গণপিটুনির এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ট্রলারে করে তিন ব্যক্তি দিয়াকুল গ্রামে আসেন। পরে তারা স্থানীয় কৃষক তোফাজ্জেল হোসেন মৃধার বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন। এ সময় তোফাজ্জেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে গরুসহ হাতেনাতে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যান। পরে আটক ব্যক্তিকে গণধোলাই দেয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন ও ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তারা।