তারা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দলদলা গ্রামের বীরেণ সরকারের মেয়ে ও গোপালগঞ্জে শ্রমিকের কাজ করা সেবা সরকার (২১) এবং যশোর সদরের ঘোপপাড়া এলাকার শাকের আলী মোল্যার ছেলে ও আহাদ জুট মিলের কর্মচারী সুলতান আরেফিন (৩৮)।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের চেচানিয়াকান্দিতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় সেবা ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, নিহত সুলতানের ভাই তুহিন জানান, ভোরে কাজ শেষে সাইকেলযোগে মিল থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সুলতান। পথে যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।