চট্টগ্রাম, ০৯ ফেব্রুয়ারি (ইউএনবি)- কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনি ও শুক্রবার অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার ভোরে জ্যাল্লার দ্বীপে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২০ হাজার ইয়াব পাওয়া যায়। এর আগে শুক্রবার রাতে সাইডপাড়া কেকে খালের দক্ষিণ পাশে ট্রানজিট জেটি সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় ৫০ হাজার ইয়াবা।
কোস্টগার্ড পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম হামিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।’
এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।