সাভার, ০৭ ফেব্রুয়ারি (ইউএনবি)- সাভারের তুরাগ নদীতে বৃহস্পতিবার খেয়া পারাপারের সময় ট্রলারের ধাক্কায় নৌকার দুই আরোহী নিহত হয়েছেন।
দুপুর ২টার দিকে সাভারের কাউন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাদ্রাসার ছাত্র তৌহিদুর রহমান (১১) ও অজ্ঞাত একজন (৪৫)।
কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত জানান, দুপুরে রাজধানীর মিরপুরের সিন্নিরটেক এলাকা থেকে যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা কাউন্দিয়ার বাগসার্তা যাচ্ছিল। মাঝ নদীতে আশুলিয়ার দিক থেকে আসা একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। পরে কয়েকজন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হয়।