জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী এলাকায় ঘুষ লেনদেনের মাধ্যমে পাহাড় কেটে বাড়িঘর তৈরি হচ্ছে, দুর্নীতি দমন কমিশনের হটলাইনে (১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ অভিযান চালায় দুদক।
ভোর ৭টা থেকে দুদকের নির্দেশনায় সমন্বিত টিম পুলিশের সহায়তায় অভিযান শুরু করে। পর্যায়ক্রমে ৬টি পাকা ভবন উচ্ছেদ এবং ৫টি স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পাহাড় দখলমুক্ত করা হয়।
এব্যাপারে দুদক এনফোর্সমেন্ট অভিযানের ইউনিটের প্রধান মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, অবৈধ আর্থিক লেনদেন থেকে পাহাড় কাটা ও পাহাড় দখলের সূত্রপাত যা পরিবেশ দুর্নীতি সৃষ্টি করছে। এ দুর্নীতি বন্ধে দুদক কঠোর অভিযান অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, অবৈধভাবে পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি বৃষ্টির পানির সাথে গড়িয়ে পাহাড় ধ্বংস ও পার্শ্ববর্তী জমি ভরাট হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছিল। স্থানীয় পরিবেশবিদ, সুশীল সমাজ ও জনসাধারণ দুদকের উদ্যোগে এ অভিযানকে স্বাগত জানিয়েছে।