ঢাকা, ৩০ জানুয়ারি (ইউএনবি)- গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমালোচনাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আশ্বাস দিয়েছেন যে বিরোধী দল সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত সমালোচনা করতে পারবে।
তিনি বলেন, ‘আমি বিরোধী দলীয় নেতা ও সব বিরোধী সংসদ সদস্যকে বলতে চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ। আমি অন্তত আশ্বাস দিতে পারি যে আমাদের বিরোধী দল পর্যাপ্ত সমালোচনা করতে পারবে।’
বুধবার একাদশ সংসদের উদ্বোধনী অধিবেশনের প্রথম সভায় নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে অভিনন্দন জানিয়ে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
শেখ হাসিনা বলেন, ‘এ বিষয়ে (সরকারের সমালোচনা) আমরা কোনো বাধা সৃষ্টি করব না। আমরা অতীতে কখনো তা করিনি এবং ভবিষ্যতেও করব না।’
আগের সংসদ চমৎকার পরিবেশে পরিচালিত হওয়ায় সরকার দেশের জনগণের বিশ্বাস ও আস্থা পুনরায় অর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী ও ফজলে রাব্বি মিয়াকে যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।