যশোর, ১২ ফেব্রুয়ারি (ইউএনবি)- যশোরের কেশবপুর উপজেলায় মঙ্গলবার গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাইম ইসলাম (২৭) কেশবপুর উপজেলার মূলগ্রামের মশিয়ারের ছেলে।
ভোর ৫টায় উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভাণ্ডারখোলা হাড়িয়াগোপ গরু চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে কেশবপুর থানার ওসি শাহিন জানান, ভোরে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়ার সময় বাড়িরকর্তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। এসময় চোর গরু রেখে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লে এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে নিহত হন। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।