সিলেট, ২৮ জানুয়ারি (ইউএনবি)- বালাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে ঘরের ছাদ থেকে এক গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিয়া রানু (৪৫) ওই গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিয়া রানু সম্প্রতি মানসিক রোগে ভুগছিলেন। রবিবার দুপুরে তিনি ঘরের ছাদের রডের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন।
পরে স্ত্রী ও সন্তানরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বালাগঞ্জ থানার উপপরির্শক (এসআই) সাদিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলাও করা হয়েছে।