বুধবার কুমিল্লার দাউদকান্দি ও চৌদ্দগ্রামে নৌকার প্রচারণায় অংশ নেন তারা।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে নৌকা মার্কার পক্ষে ভোট চান চিত্রনায়ক শাকিল খান, সায়মন সাদিক, মডেল সিয়াম, সংবাদ উপস্থাপিকা ইশিকা আজিজ, অভিনেত্রী অরুনা বিশ্বাস, রোকেয়া প্রাচী ও জোতিকা জ্যোতি। চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের চাঁন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পথসভায় রেলমন্ত্রী মো. মুজিবুল হকের জন্য নৌকার পক্ষে ভোট চান তারকারা।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ফারুক আহাম্মেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার ও উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ প্রমুখ।