এবছর দেশের ১০ শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে মোট আট লাখ ৫৮ হাজার ৮০১ জন পাস করেছে।
এসব শিক্ষার্থীদের মধ্যে, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ জিপিএ ৫ অর্জনকারীর সংখ্যা ২৫ হাজার ৫৬২। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ২৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৪৫৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
অন্যদিকে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পাঁচ অনুষদের অধীনে ঢাবিতে মোট আসন সংখ্যা মাত্র ৭,১২৮।
ঢাবি কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যমতে, এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ৭,১২৮ আসনের বিপরীতে আবেদন করেছেন মোট দুই লাখ ৭২ হাজার ৫১২ ভর্তি পরীক্ষার্থী। প্রত্যেক আসনের জন্য ভর্তিযুদ্ধ করতে হবে প্রায় ৩৮ জন পরীক্ষার্থীদের।
ঢাবি কার্জন হলের পরীক্ষা হলে ভর্তি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। ছবি: বায়েজীদ আকতার।
এ বছর ঢাবি ভর্তি পরীক্ষায় 'ক (এ)’ ইউনিটের অধীনে ১,৭৫০ আসনের জন্য লড়ছেন ৮২ হাজার ৯৭০ জন, ‘খ (বি)’ ইউনিটের অধীনে ২,৩৭৮ আসনের জন্য লড়ছেন ৩৬ হাজার ২৫০ জন ভর্তি পরীক্ষার্থী, ‘গ (সি)’ ইউনিটের অধীনে ১,২৫০ আসনের জন্য লড়ছেন ২৭ হাজার ৫৩৪, 'ঘ (ডি)' ইউনিটের অধীনে ১,৬১৫ আসনের জন্য লড়ছেন এক লাখ ৬১৪ জন এবং 'চ (এফ)' ইউনিটের অধীনে ১৩৫ আসনের জন্য লড়ছেন ২৫ হাজার ১৪৪ ভর্তি পরীক্ষার্থী।
দেখা গেছে, এবার ঢাবি ভর্তি পরীক্ষায় অনেক পরীক্ষার্থী ন্যূনতম পাস নম্বর অর্জন করতে পারেননি। অথচ তারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) উভয় পরীক্ষাতেই জিপিএ ৫ পেয়েছেন।
ঢাকা বোর্ড থেকে এইচএসসি পাস করা ভর্তি পরীক্ষার্থী মিয়াজী সালেহ বিন হাসান 'খ’ ইউনিটের অধীনে ঢাবি ভর্তি পরীক্ষা দিয়েছেন। তিনি পাস নম্বরও পেয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন। তার সিরিয়াল নম্বর ৪,৩৯০, যেখানে এই ইউনিটে আসন সংখ্যা মাত্র ২,৩৭৮। এখন তিনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ঢাবিতে ভর্তির সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করে মিয়াজি ইউএনবিকে বলেন, ‘আমি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখেছি কারণ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন ও ক্যারিয়ার পরিবর্তন হতে পারে।’
পপুলেশন সায়েন্স বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ইকবাল বিশ্বাস ইউএনবিকে বলেন, ‘আমার সারাজীবনের সেরা অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া। এই বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়াশোনার অভিজ্ঞতা অসাধারণ। আমার মতে, শিক্ষাজীবনের আনন্দ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সুন্দর ও বড় ক্যাম্পাসে উপলব্ধি করা যেতে পারে, যেখানে সর্বত্র শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।’
ঢাবিতে আসন সংকটের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এটি সত্য যে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আসন দিতে পারে না। তবে, আমি মনে করি, এটি অন্য কোনও বড় সমস্যা নয়, কারণ তারা অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।’
‘যেহেতু ঢাবি ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠু হয়, সেজন্য এখানে অসাধু উপায়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। আসন্ন ভবিষ্যতে আসন সংখ্যা বৃদ্ধি বা নতুন বিভাগ খোলার বিষয়ে আমাদের কোন পরিকল্পনা নেই,’ যোগ করেন তিনি।