ক্রিকেট
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
বৃষ্টিতে পরিত্যক্ত হতে হতেও প্রথম দিনের পর অবশেষে চতুর্থ দিনে এসে কানপুর টেস্টে খেলা গড়ালো মাঠে। সেঞ্চুরি করলেন মুমিনুল হক। বাংলাদেশ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ২৩৩ রান।
চতুর্থ দিনে ১০২ রান করে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। ফিরে এসে মাত্র ৫ রান যুক্ত করতে পারেন তার রানের খাতায়। অন্য ব্যাটাররা অল্প সময়ের মধ্যেই উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফেরায় ১০৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় মমিনুলকে।
এটি মুমিনুলের ১৩তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে অন্য ব্যাটসম্যানরা তেমন রান তুলতেই পারেননি।
৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে, এই ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিন পরিত্যক্ত হয়।
আরও পড়ুন: নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা
৪৪১ দিন আগে
কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে।
তৃতীয় দিন রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
এর আগে দ্বিতীয় দিনেও এক বলও মাঠে গড়ায়নি। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এমনকি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুতেও বিলম্ব হয়।
আরও পড়ুন: বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
কানপুর থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে জানায়, সকাল থেকে বৃষ্টি না হওয়ায় খেলা শুরু না করার সিদ্ধান্তটি বিস্ময়কর ছিল।
দিনটি পরিত্যক্ত ঘোষণার আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে কানপুরে সূর্য ওঠে।
ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভালো করার তেজ নিয়েই ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারায় বাংলাদেশ, যাকে ঐতিহাসিক জয় বলা যায়।
কানপুর টেস্টের আগে, প্রথম টেস্টে বাংলাদেশ চেন্নাইয়ে ভারতের মুখোমুখি হয়েছিল। ব্যাটারদের ব্যর্থতায় ২৮০ রানের হার বরণ করতে হয় তাদের।
টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: চেন্নাই টেস্টে ব্যর্থ কী বাংলাদেশ?
৪৪২ দিন আগে
নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা
আগামী ৬ থেকে ১১ নভেম্বরের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
রবিবার আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করে জানায়, সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ আয়োজন করবে তারা।
যদিও এই সিরিজের ভেন্যু চূড়ান্ত হওয়া এখনও বাকি তবে তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ নভেম্বর এবং বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।
আরও পড়ুন: বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
আইসিসির ভবিষ্যৎ সফরের অংশ এই সিরিজটি চলতি বছরের জুলাই থেকে আগস্টের মধ্যে হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া ও ভেন্যু সমস্যার কারণে বাংলাদেশকে সিরিজ খেলার নিমন্ত্রণ জানাতে পারেনি আফগানিস্তান।
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সুযোগ বলা যায়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছে আফগানিস্তান। আসন্ন ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সব ফরম্যাটের সিরিজ খেলতে দেশটিতে পা রাখবে আফগানরা।
আরও পড়ুন: শেষ টেস্ট খেলে দেশ ছাড়ার ইঙ্গিত সাকিবের
৪৪২ দিন আগে
বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
মধ্যাহ্নভোজের পর মাঠে নেমে ৯ ওভার খেলা হতে না হতেই বৃষ্টির হানা। এরপর মুষলধারে নামা বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা না গেলে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়াররা।
কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এই সময়ে ১০৭ রান তুলতে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দেড় বছর পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪০ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক, অন্যপ্রান্তে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৬।
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়েছেন ভারতের আকাশ দীপ, আর ৩১ বলে ৫৭ রান করে অশ্বিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয় অধিনায়ক শান্তকে।
এদিন বৃষ্টি ও ভেজা মাঠের কারণে সকালে খেলা শুরু হতে আধঘণ্টা দেরি হয়। পরবর্তীতে শান্ত আউট হলে আলোকস্বল্পতায় খেলা বন্ধ রাখা হয়। এরপর বৃষ্টি নামলে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
চেন্নাই টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনে কানপুর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার পরিবর্তে সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলামকে দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭/৩ (মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২)।
৪৪৪ দিন আগে
শেষ টেস্ট খেলে দেশ ছাড়ার ইঙ্গিত সাকিবের
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। এরপর দেশ ছাড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।
ভারতের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কানপুরে টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই এবং খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি। দেশ থেকে যেন নিরাপদে বেরও হতে পারি।’
সংসদ সদস্য হওয়ায় আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের নামে মামলা হয়। সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। এসব বিষয়ে নিজের নিরাপত্তা নিয়ে এ সময় শঙ্কা প্রকাশ করেন সাকিব।
তিনি বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ ফিল করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অ্যাট লিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
এ সময় টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয় নেওয়ার কথা জানান দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশের জার্সি পরে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে আলো ছড়ানো এই ক্রিকেটার।
‘এখন নিজেকে টি-টোয়েন্টির জন্যও দেখছি না। সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) নিজের শেষ দেখছি।’
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তিনি।
এ বিষয়ে সাকিবের বক্তব্য, ‘নির্বাচক, সভাপতি, বোর্ডের সবার সঙ্গে কথা বলেছি যে এটাই সেরা সময় টি-টোয়েন্টি থেকে আমি মুভ অন করি। নতুন খেলোয়াড়েরা আসুক। আমি এর মধ্যে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করি, তখন যদি ফিট থাকি, ৬ মাস বা ১ বছর পর যদি তারা মনে করে আমার অবদান রাখার সুযোগ আছে, তখন চিন্তা করতে পারি।’
৪৪৫ দিন আগে
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
রাজনৈতিক ক্যারিয়ার ও মাঠের অফ-ফর্ম নিয়ে সমালোচনার মধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন সাকিব।
তবে ঘরের মাঠে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তার।
আরও পড়ুন: ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
সাকিব বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেব।'
আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলেন সাকিব।
ওয়ানডে ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা রয়েছে।
আরও পড়ুন: শেয়ারের দর কারসাজির দায়ে ক্রিকেটার সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
৪৪৫ দিন আগে
শেয়ারের দর কারসাজির দায়ে ক্রিকেটার সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাপতি খোন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এক বৈঠকে বর্তমানে ভারতে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাওয়া সাকিবকে দোষী সাব্যস্ত করা হয়।
আরও পড়ুন: রাতে দেশে ফিরছে টাইগাররা, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দরে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়। এ ঘটনায় আরও কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে সংসদে দায়িত্ব পালন করা সাকিবের জন্য এই ঘটনাটি আরেকটি ধাক্কা।
এ ছাড়া সম্প্রতি একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে শাকিকে। মামলার নথিতে অভিযোগ করা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়নি, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়নি।
আরও পড়ুন: আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না: আসিফ নজরুল
ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
৪৪৭ দিন আগে
চেন্নাই টেস্টে ব্যর্থ কী বাংলাদেশ?
পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টে জয়ের পর আশা করা হচ্ছিল চেন্নাইয়ে ভারতকে আরও শক্তিশালী চ্যালেঞ্জ দেবে বাংলাদেশ। কিন্তু তারা ব্যর্থ হয়, দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৮০ রানের বড় ব্যবধানে হেরে যায়।
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ভালো ফলাফলের জন্য ব্যাটসম্যানদের আরও ভালো করা দরকার ছিল, কিন্তু তারা পারেননি। তবে তিনি আশা করছেন, কানপুরে পরের ম্যাচে ব্যাটসম্যানরা নিজেদের যোগ্যতা তুলে ধরবে।
বাংলাদেশের প্রথম চমকপ্রদ বিষয়টি ছিল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া। ১৯৮২ সালের পর চেন্নাইয়ে এরকম সিদ্ধান্ত নিতে দেখা যায়নি কাউকে। নাজমুল জানান, সকালে উইকেটের আর্দ্রতা কাজে লাগানোর আশা করেছিলেন তারা।
এই সিরিজে বাংলাদেশ দল তিনজন পেসারকে মাঠে নামায়। এমন একটি সিদ্ধান্তই পাকিস্তানের বিপক্ষে ভাল ফলাফল এনে দিয়েছিল। এটি অবশ্যই তাদের একই ধরনের ফলাফলের প্রত্যাশায় ভারতেও উৎসাহিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি ভালো ফল বয়ে আনেনি।
ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, তিন পেসারের আক্রমণ ভারতের বিপক্ষে যৌক্তিক নয়। পিচ কিছুটা বাঁক থাকলে স্পিনের বিপক্ষে ভারতের অস্বস্তি থাকায় আরেকজন স্পিনারকে দলে নিলে বাংলাদেশ ভালো করত বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
ইএসপিএন ক্রিকইনফোর বিশেষজ্ঞ হিসেবে সঞ্জয় বলেন, 'আপনি যখন ভারতে খেলবেন, তখন আপনি তিন পেসার খেলাতে চাইবেন না। ‘প্রথম দিন, তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে সবুজ পিচ পেলেও পিচ স্পিনের জন্য বেশি উপযোগী, স্পিনকে আরও উৎসাহিত করে। তাই আমি মনে করি দুজনই (পেসার) যথেষ্ট।’
সঞ্জয় আরও বলেন, তিনি তাইজুল ইসলামকে পরবর্তী খেলায় অন্তভুর্ক্ত করতে দেখছেন, যা ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্বল পারফরম্যান্সের তিনি উন্নতি দেখতে চান।
তিনি বলেন, ‘সাকিব, মুশফিকুর রহিম... আমি জানি তারা তরুণ নয়, কারণ তারা দীর্ঘদিন ধরে খেলছে, তবে যখন একটি বড় সিরিজ আসে তখন তাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে, বিশেষ করে মুশফিক এবং লিটন দাসকে।’আরও পড়ুন: হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ৫০-এর বেশি গড়ে ব্যাট করেছেন মুশফিক। কিন্তু চেন্নাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ টেস্টে দলের যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তিনি ভূমিকা রাখতে ব্যর্থ হন।
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির সুবাদে ৩৭৬ রান করে ভারত। ভারত বড় সংগ্রহ করলেও বাংলাদেশের হাসান মাহমুদ তার দ্বিতীয় পাঁচ উইকেটের জন্য স্পটলাইটের কিছুটা অংশ দখল করতে সক্ষম হন, যা ভারতের বিপক্ষে বাংলাদেশি বোলারদের প্রথম পাঁচ উইকেটও ছিল।
বাংলাদেশের হয়ে গত কয়েকটি সিরিজে পেসাররা ভালো করলেও ব্যাটসম্যানরা তাদের ধারাবাহিকতা রাখতে পারেননি। তারা তাদের প্রথম ইনিংসে ১৪৯ রানের ছোট স্কোর নিয়ে করেছিল। যা তাদের পিছনের দিকে ঠেলে দিয়েছিল। যেখান থেকে তারা আর উঠে আসতে পারেনি। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেয় ভারতের হাতে।
তাই কানপুরে দ্বিতীয় টেস্টে ভালো ফলের জন্য বাংলাদেশি ব্যাটারদের পরিকল্পিতভাবে খেলতে হবে। যদি তারা আবার তা করতে ব্যর্থ হয় তবে এই সিরিজ থেকে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ খুব কমই থাকবে।
আরও পড়ুন: তৃতীয় দিন শেষে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
৪৪৮ দিন আগে
তৃতীয় দিন শেষে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
দিনের খেলা তখন ১০ ওভারের কম বাকি, এমন সময় কমে এলো আলো। ফলে আগেভাগেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করলেন আম্পায়াররা। তবে দিন শেষ হলেও বড় পরাজয়ের আশঙ্কা মাথায় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।
চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের দেওয়া ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে ব্যাটিংয়ে নেমে ১৫৮ রান তুলতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ এবং সাকিব আল হাসান ১৪ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য পেলেও বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে ৬২ রানের মাথায় জসপ্রিত বুমরাহর বলে গালি অঞ্চলে থাকা যশস্বী জয়সওয়ালের দারুণ ক্যাচে জাকির ফিরে যাওয়ার ওভার পাঁচেক পর সাজঘরে ফেরেন সাদমানও। অশ্বিনের সাদামাটা ডেলিভারিতে শর্ট মিডউইকেটে শুভমান গিলকে ক্যাচ দেন এই ওপেনার। ফেরার আগে জাকির একটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৪৭ বলে ৩৩ রান করেন, আর ৬৮ বল মোকাবিলায় তিনটি চারে সাদমানের রান ৩৫।
এরপর অধিনায়ক শান্তকে সমর্থনই দিতে পারেননি মুমিনুলক হক ও মুশফিকুর রহিম, দুজনেই আউট হয়েছেন অশ্বিনের বলে। মিডঅফে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে ফিরতে হয় মুশফিককে (১৩) এবং মুমিনুল (১৩) বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান।
এরই মাঝে হাফ সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। পরে সাকিবের সঙ্গে জুটি গড়ার মাঝে অর্ধশত পূর্ণ করেন তিনি।
ফলে জয়ের জন্য বাংলাদেশের আরও দরকার ৩৫৭ রান। হাতে আছে দুই দিন, তবে শুরুর চার উইকেট খুইয়ে তীরে যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়।
আরও পড়ুন: চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
এর আগে, প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের লিডে দ্বিতীয় ইনিংসে আরও ২৮৭ রান যোগ করে ভারত। চার উইকেটে এই রান করে ইনিংস ঘোষণা করার আগে ঋষভ পান্ত (১০৯) ও শুভমান গিল (১১৯) সেঞ্চুরি করেন। টেস্ট ক্যারিয়ারের ২০০তম সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন গিল। ফলে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ২৮৭/৪ ডিক্লে. (শুভমান গিল ১১৯*, ঋষভ পান্ত ১০৯; মিরাজ ২/১০৩, নাহিদ রানা ১/২১, তাসকিন ১/২২)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৪*/৪ (শান্ত ৫১*, সাদমান ৩৫, জাকির ৩৩; অশ্বিন ৩/৬৩, বুমরাহ ১/১৮)।
৪৫০ দিন আগে
চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
প্রথম ইনিংসে ১৪৪ রানের মাথায় ভারতের ৬ উইকেট ফেলে দিয়ে যে আশা জাগিয়েছিল বাংলাদেশ, পরের উইকেটে দলটির ১৯৯ রানের জুটির পর ১৪৯ রানে নিজেদের ইনিংস গুটিয়ে সে আশার গুড়ে বালি দিয়েছে টাইগাররা। এরপর জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে চালকের আসনে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।
শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে ভারত। এর ফলে প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের বিশাল লিডকে ৩০৮ উন্নীত করেছে রোহিত শর্মার দল। তাদের হাতে রয়েছে আরও ৭টি উইকেট।
শুভমান গিল ৩৩ রানে এবং ঋষভ পান্ত ১২ রান অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে রান তুলতে পারেননি রোহিত শর্মা। দুই ইনিংস মিলিয়ে তার রান মোটে ১১ (৫ ও ৬)।
দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ভারতের অধিনায়ক। এরপর সপ্তম ওভারে আক্রমণে এসেই সাফল্য পান নাহিদ রানা। প্রথম ইনিংসের মতো ফের এই পেসারের শিকার হন যশস্বী জয়সওয়াল (১০)।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
২৮ রানে ২ উইকেট পড়ার ধাক্কা সামলে গিলের সঙ্গী জুটি বেঁধে দিন পার করার আভাসই দিচ্ছিলেন কোহলি, কিন্তু নিজের ভুলে ফিরে যেতে হয়েছে তাকেও। মেহেদী হাসান মিরাজের বলে তিনি এলবিডব্লিউ হয়ে ফিরলে ৭৬ বলে ৩৯ রানের জুটি ভাঙে ভারতের।
রিভিউ নিলে অবশ্য বেঁচে যেতেন কোহলি। প্যাডে লাগার আগে ব্যাটের কানায় আলতো ছোঁয়া দিয়ে যায় বল, কিন্তু কোহলি নিজেই টের পাননি তা। পরে স্নিকো মিটারে ধরা পড়ে এই ঘটনা। ৩৭ বলে তিনি ১৭ রান করে ফিরে গেলে শেষ ২২ বল দেখেশুনে খেলে দিন পার করে ভারত।
এর আগে, দ্বিতীয় দিনের শুরুর প্রথম ঘণ্টাতেই ভারতের অবশিষ্ট চার উইকেট তুলে নিলে ৩৭৬ রানে থামে তাদের প্রথম ইনিংস। এরপর মধ্যাহ্নভোজের আগে নেমে পুরো দুই সেশনও টিকতে পারেনি টাইগাররা। ৪৭.১ ওভারে ভারতীয় বোলারদের সামনে ১৪৯ রানে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটাররা।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৫০ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামান জসপ্রিত বুমরাহ। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ৮১/৩* (শুভমান গিল ৩৩*, কোহলি ১৭, ঋষভ পান্ত ১২*; নাহিদ রানা ১/১২, মিরাজ ১/১৬, ১/১৭)।
৪৫১ দিন আগে