দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরলেও ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি তিনি। তবে তার দল জেমকন খুলনা পৌঁছেছে ফাইনালে।
ফাইনালে সাকিবকে পাচ্ছে না জেমকন খুলনা
শ্বশুরের অসুস্থতার খবরে ফাইনাল ম্যাচ না খেলেই সাকিব দল ছাড়লেও, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শ্বশুর।
সাকিবের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মমতাজ আহমেদ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়।
একবছর পর ‘হোম অব ক্রিকেটে’ সাকিব
নরসিংদীর বাসিন্দা মমতাজ আহমেদ গত তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে আসছিলেন। তাকে কোথায় দাফন করা হবে তা এখনও জানা যায়নি।
টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলকে সাকিব
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা সাকিব এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফলাফল দেখাতে পারেননি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে করেছেন ১১০ রান এবং পেয়েছেন ৬ উইকেট।