সাকিবের ফেসবুক পেজ থেকে প্রচার করা এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘ক্রিকেট মাঠে সাকিব এবং আমার অনেক দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে। তবে, এটি এখন আরও সেরা হতে হবে। সাকিব ও সাকিব আল হাসান ফাউন্ডেশনকে ধন্যবাদ।’
মুশফিক আরও বলেন, ‘আমরা এ ফাউন্ডেশনের মাধ্যমে আমার নিজ শহর বগুড়ার সাড়ে তিন শতাধিক পরিবারকে সাফল্যের সাথে সহায়তা দিয়েছি। এ কাজে আমাদের সহায়তা করার জন্য আমি বগুড়া জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যদি কঠোর পরিশ্রম করি তবে ভবিষ্যতে আমরা ভালো কিছু দেখতে পাব।’
এদিকে, টেস্ট ক্রিকেটে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথমবারের মতো ডবল-সেঞ্চুরি করার সময় যে ব্যাট দিয়ে খেলেছিলেন তা নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিক। আজ রাতেই ব্যাটটি নিলামে তোলবে ই-কমার্স সাইট পিকাবু, যা আগামী চার দিন অব্যাহত থাকবে।
২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব যে ব্যাট দিয়ে খেলেছিলেন সেটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। সাকিবের পাশাপাশি তাসকিন আহমেদ এবং সৌম্য সরকারও করোনাভাইরাস মহামারি চলাকালীন সময়ে দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে বল এবং ব্যাট নিলাম করেছেন।
টাইগার দলের ওডিআই অধিনায়ক তামিম ইকবালও দরিদ্র মানুষকে সাহায্য করে যাচ্ছেন। এরই মধ্যে তামিম দেশের বিভিন্ন শাখার ৯১ জন সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদকে সহায়তা করেছেন।