ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ভারতীয় রুপি এবং তাকে তার ভিত্তিমূল্যেই কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: বিপিএল: মাঠেই ধূমপান করলেন আফগানিস্তানের শাহজাদ
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ সালে অভিষেকের পর বাংলাদেশি এই পেসার এখন পর্যন্ত আইপিএলে ৩৮টি ম্যাচ খেলেছেন। সে বছর সানরাইজার্স চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
মোস্তাফিজের সাবেক হায়দ্রাবাদ সতীর্থ ডেভিড ওয়ার্নারও এবার থাকছেন দিল্লিতে। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
অন্যদিকে আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা সাকিব এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন। আইপিএলে ৭১টি ম্যাচ খেলে ৬৩ উইকেট ও ৭৯৩ রান করেছেন সাকিব।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ