আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন বাংলাদেশের ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে মেহেদী পাঁচ নাম্বারে ছিলেন। প্রথম ম্যাচে চার এবং দ্বিতীয় ম্যাচে তিন উইকেট পেয়ে মিরাজ এখন ক্যারিয়ার সেরা দুই নাম্বারে অবস্থান করছেন।
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে ৬ উইকেট পেয়ে এই র্যাঙ্কিংয়ে নয় নম্বরে আছেন বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: সিরিজ জিতল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা
২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। পরের বছর একই ফরম্যাটে আব্দুর রাজ্জাক শীর্ষ দুইয়ে উঠেছিলেন।
এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে ৮৪ এবং ১২৫ রান করে মুশফিক ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন। ৭৩৯ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান মুশফিকের। ৫৪ এবং ৪১ করে এই ফরম্যাটে ৩৮তম অবস্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।