ভারতের চেন্নাইয়ে সোমবার (২৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান বর্তমানে ৪১ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানে ব্যাট করছে।
বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা পাকিস্তান দশম স্থানে থাকা আফগানিস্তানের মুখোমুখি হবে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
স্বভাবতই দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আছে। এই ম্যাচে হারলে আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রার ইতি ঘটতে পারে।
অন্যদিকে, পাকিস্তান পরপর দুই ম্যাচ হারের পর ঘুরে দাড়াতে চাইবে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বরে আক্রান্ত মোহাম্মদ নওয়াজের জায়গায় প্রথমবারের মতো শাদাব খানকে একাদশে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান।
অন্যদিকে, ফজলহক ফারুকির বদলে স্পিনার নূর আহমেদকে নিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, নূর আহমেদ।
পাকিস্তান একাদশ-
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দুর্দান্ত জয়ে ইংল্যান্ডকে বিদায়ের দ্বারপ্রান্তে নিয়ে গেল প্রোটিয়ারা
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ক্লাসেন ও জ্যানসেনের জুটিতে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা