আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিমের অসাধারণ পারফরম্যান্সে তার র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে ম্যাচের সেরা ব্যাটার হয়েছেন তিনি।
আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিং আপডেটে, মুশফিক এই সংস্করণের ব্যাটারদের তালিকায় ১৭ নম্বরে উঠে এসেছেন।
টেস্ট বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের উন্নতি হয়েছে বলেও র্যাঙ্কিং আপডেটে জানা গেছে। বোলারদের তালিকায় তাইজুল তিন স্থান এগিয়েছে এবং বর্তমানে বাংলাদেশের পক্ষে তার সেরা অবস্থানে রয়েছে ২০ নম্বরে, যেখানে সাকিব তিন স্থান উন্নতি করেছে এবং এখন টেস্ট বোলারদের মধ্যে ৩৮ তম স্থানে রয়েছে।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: আয়ারল্যান্ডের সঙ্গে লড়াইয়ে দ্রুত চার উইকেট নিয়ে শীর্ষে বাংলাদেশ
এদিকে দুই ধাপ নেমে গেলেও বাংলাদেশের সেরা অবস্থানে আছেন লিটন দাস। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসচেন এবং বোলারদের তালিকায় শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
তবে বাংলাদেশের সব খেলোয়াড়ের র্যাঙ্কিংয়ে ইতিবাচক পরিবর্তন আসেনি। মেহেদি হাসান মিরাজ র্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে এখন সাকিবের সঙ্গে ২৬ নম্বরে রয়েছেন। অন্যদিকে, এবাদত হোসেন র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে দুর্দান্ত উন্নতি করে টেস্ট বোলারদের মধ্যে এখন ৬৭ নম্বরে রয়েছেন।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় বাংলাদেশের