শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ ২০২০ এর চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।
রবিবার রাতে ৩-২ গোলে হারিয়ে ৫৩ বছর পর দ্বিতীয়বারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতে নেয় আজ্জুরিরা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডে গোল করে ইউরোর ইতিহাসে রেকর্ড করেন ইংলিশ ডিফেন্ডার লুক শ। ১৯৬৬ বিশ্বকাপের পর বড় কোনো আন্তর্জাতিক ট্রফি উদযাপনের আশায় ছিল ইংলিশ ভক্তরা। কিন্তু তাদের এ আশা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হয়।
আরও পড়ুন: কোপার শিরোপা মেসির হাতে
ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি জয় উৎযাপনের সময় টিভি ক্যামেরার সামনে চিৎকার করে বলেন, ‘ইটস কামিং টু রোম, ইটস কামিং টু রোম।
১৯৯৬ সালে প্রথমবার ‘ইটস কামিং হোম’ গানটির সঙ্গে পরিচয় করিয়ে দেন দুই ব্রিটিশ কমেডিয়ান ডেভিড ব্যাডিয়েল এবং ফ্রাংক স্কিনার। সেবার নিজেদের মাটিতে ইউরোর সেমিফাইনালে পৌঁছেছিল ইংলিশরা।
ইংলিশ অধিনায়ক হ্যারি কেন ম্যাচ শেষে বলেন, ‘ছেলেরা এর চেয়ে বেশি কিছু দিতে পারত না, সবাই নিজের সবটুকু উজার করে দিয়েছি। পেনাল্টিতে ম্যাচ হারার চেয়ে খারাপ অনুভূতি আর থাকতে পারে না। একটি দুর্দান্ত টুর্নামেন্ট ছিল-আমাদের পারফরমেন্সের জন্য গর্ব করা উচিত, মাথা উঁচু রাখা উচিত।’
এর আগে ৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নের মতো শুরু করেছিল ইংল্যান্ড। ইউরোর ইতিহাসে এর আগে কখনো ফাইনাল না খেলা দলটি মাত্র দুই মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায়।
আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে
প্রথমার্ধে অনেকটা অগোছালো ইতালি দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। এরপর ৯০ মিনিট পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। ম্যাচের মীমাংসা হয়নি অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও।
পরে পেনাল্টি শুটে দোন্নারুম্মার দুর্দান্ত সেভের সুবাদে ৩-২ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতে নেয় আজ্জুরিরা।
আরও পড়ুন: ১৭ মাস পর টেস্ট জয় বাংলাদেশের