আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় রিও দি জেনেইরো’র মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা ২০২১ এর শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে।
এর আগে দুদল মোট চারবার ফাইনালে মুখোমুখি হয়েছিল। এর মধ্যে তিনবারই জিতেছে ব্রাজিল আর একবার জিতেছিল আর্জেন্টিনা।
সেই সব ফাইনালের ফল
১৯৩৭ কোপা আমেরিকা: আর্জেন্টিনা ২, ব্রাজিল ০
১৯৩৭ সালের কোপা আমেরিকা রাউন্ড-রবিন সিস্টেমের টুর্নামেন্টে ছিল। ফাইনাল ছাড়াই টুর্নামেন্টের সেরা দল নির্বাচন করার কথা থাকলেও দুদল সমান আট পয়েন্ট অর্জন করে। গোলের হিসেবে সেরার পরিবর্তে দুদলই ট্রপি নিতে ফাইনাল খেতে রাজি হয়। দুই প্রতিদ্বন্দ্বীর সেই ফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় আর্জেন্টিনা।
আরও পড়ুন: কোপা: কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে আর্জেন্টিনা
২০০৪ কোপা আমেরিকা: ব্রাজিল ২, আর্জেন্টিনা ২ (পেনাল্টিতে ব্রাজিল জয়ী)
কোপার সেই ফাইনালে আর্জেন্টিনা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে যায়। শুরুতে কিলি গঞ্জালেসের পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর লুইসাওয়ের গোলে ব্রাজিল সমতায় ফেরে। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে আর্জেন্টিনা আরেক গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে আবার সমতায় ফিরে ব্রাজিল। এরপর পেনাল্টিতে শিরোপা জিতে নেয় ব্রাজিল।
২০০৫ কনফেডারেশন্স কাপ: ব্রাজিল ৪, আর্জেন্টিনা ১
কোপা আমেরিকার বাইরে ২০০৫ সালে কনফেডারেশন্স কাপের ফাইনালে ৪-১ গোলে ব্রাজিল জিতেছিল।
টুর্নামেন্টে ব্রাজিল স্বাগতিক জার্মানিকে এবং আর্জেন্টিনা মেক্সিকোকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালের প্রথমার্ধেই ব্রাজিল ৪-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের শেষ অর্ধে আর্জেন্টিনা কেবল একটি গোলই পরিশোধ করতে পেরেছিল।
আরও পড়ুন: পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
২০০৭ কোপা আমেরিকা: ব্রাজিল ৩, আর্জেন্টিনা ০
২০০৭ কোপা আমেরিকার ফাইনালে আবারও মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ৩-০ গোলে ম্যাচ জিতে ব্রাজিল। জুলিও ব্যাপটিস্টা এবং দানি আলভেস একটি করে গোল করেন। অপর গোলটি ছিল আত্মঘাতী।
সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল। বিপরীতে ৩৪টি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ড্র হয় ২৫টি ম্যাচে।