ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে পৌঁছেছে। রবিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে দেশটির প্রিমিয়ার লিগের দুই প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়া এবং আরেমা মালাং এর মধ্যকার খেলা শেষে এ ঘটনা ঘটে। আরেমা ম্যাচটি ২-৩ ব্যবধানে হেরে যায়।
পূর্ব জাভা পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেছেন, শনিবার গভীর রাতে খেলা শেষ হওয়ার পরপরই সমর্থকরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়লে দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়, এ সময় সমর্থকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
পড়ুন: ঘূর্ণিঝড় ইয়ান: ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ২৭
কাঁদানে গ্যাস থেকে বাঁচতে শত শত সমর্থক একটি বাহির হওয়ার গেটে ছুটে যায়। সেখানে বিশৃঙ্খলায় অনেকের দম বন্ধ হয়ে যায় এবং পদদলিত হয় তাত্ক্ষণিকভাবে প্রায় ৩৪ জনের মৃত্যু হয়।
আফিন্তা বলেন, ৩০০ জনেরও বেশি আহত লোককে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেকেই পথে এবং চিকিৎসাধীন মারা যান।
তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থাই অবনতি হচ্ছে।
পড়ুন: কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯: তালেবান