বাংলাদেশ জাতীয় দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।
মুশফিক হজ পালনের জন্য ছুটি নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘মুশফিক এক মাস আগে হজ করতে ছুটি চেয়েছিলেন। আমরা এটা মঞ্জুর করেছি।’
আরও পড়ুন: তামিমের সেঞ্চুরির পর মুশফিক-লিটনের ফিফটিতে চাপে শ্রীলঙ্কা
এর ফলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও আরও সমস্যায় পড়লো। কেননা তাদের এখন ব্যাটিং অর্ডার নিয়ে পুনরায় চিন্তা করতে হবে।
এর আগে আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে যান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া ডানহাতি পেসার তাসকিন আহমেদও চোটের কারণে দলের বাইরে রয়েছেন। দুজনেরই ওয়েস্ট ইন্ডিজ সফর অনিশ্চিত।
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ডানহাতি স্পিনার নাঈম হাসানও চোট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ টেস্টে শরিফুলকে নিয়ে সন্দেহ থাকলেও নাঈম ইতিমধ্যেই এই সিরিজ থেকে বাদ পড়েছেন।
আগামী ২৩ মে ঢাকায় শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান মুশফিকের
৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।