শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তামিমের সেঞ্চুরির পর মুশফিকুর রহিম ও লিটন দাসও ফিফটি করেছেন।
তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১০৭ ওভারে তিন উইকেট হারিয়ে ৩১৮ রানে ব্যাট করছে। এদিন মুশফিক ও লিটন যথাক্রমে ৫৩ ও ৫৪ রানে অপরাজিত রয়েছেন।
মঙ্গলবার তামিম ও মাহমুদুল্লাহ দিনের শুরুটা ভালো করলেও মাহমুদুল্লাহর বিদায়ের পরই একের পর এক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হককে হারায় বাংলাদেশ। এসময় নাজমুল ১ ও মুমিনুল ২ রান করেন।
শেষ ১০ টেস্ট ইনিংসে এটি মুমিনুলের সপ্তমবার এক অঙ্কের স্কোর।
মুশফিক ও লিটন একটি করে অর্ধশতক করার আগে, তামিম ইকবাল টেস্টে তার দশম সেঞ্চুরি করেন এবং মাহমুদুল হাসান জয় ফিফটি করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: ম্যাথুসের শতকে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮
৫৮ রানে মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেও শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন তামিম। তবে শেষ পর্যন্ত ১৩৩ রান করে সাঁজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও লিটন ৯৮ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা দুটি ও আসিথা ফার্নান্দো একটি উইকেট নেন।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের অসাধারণ ১৯৯ রানে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেন। তার সঙ্গে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল একটি করে অর্ধশতক করেন।
বাংলাদেশের হয়ে ডানহাতি স্পিনার নাঈম হাসান ১০৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন;এই ফরম্যাটে এটাই তার সর্বাধিক উইকেট সংগ্রহ। এছাড়া সাকিব আল হাসান তিনটি ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট টেস্ট সিরিজ ২০২২: লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?