বৃহস্পতিবার বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত থাকবে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা জানেন যে বিশ্বে সবধরনের খেলাধুলা স্থগিত রাখা হয়েছে। আমরাও তাই করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ স্থগিত করেছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমরা ক্রিকেট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছি।’
‘অবস্থার উন্নতি হলে আমরা আবারও খেলা শুরু করব। নির্দিষ্ট করে সময় বলতে পারছি না, কেননা কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এটা বলতে পারছি না। ১৫ এপ্রিলের আগে খেলা শুরু করতে পারব বলে মনে করছি না, আরও বেশি সময়ও লাগতে পারে,’ যোগ করেন তিনি।
দেশের ক্রিকেটারদের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ ইস্যু করেছে বিসিবি। কয়েক সপ্তাহ গণপরিবহন এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।