নাজমুল হাসান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান অনিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
এ সিরিজের জন্য ক্রিকেট বোর্ডের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে সাকিব রয়েছেন।
নাজমুল বলেন, ‘ও ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে আমি এটা জানতাম। সে আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করেনি। তবে অন্যদের সঙ্গে আলোচনা করেছে।’
আরও পড়ুন: টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের
ওয়ানডে সিরিজ চলাকালীন ছুটি নেয়ার বিষয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে সাকিব কথা বলেছে বলেও জানান তিনি।
নাজমুল বলেন, ‘সাকিব বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথা বলেনি। আমি শিগগিরই ওর সঙ্গে কথা বলব এবং সে আসলে কী চায় তা জানতে পারব। এখন পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সঙ্গে কথা বলেনি। তবে আপনারা এখন পর্যন্ত এটাকে অফিসিয়াল হিসেবে নিতে পারেন।’
আরও পড়ুন: টেস্ট ম্যাচ কি এই যুগের বাতিল খাম?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। এ কারণেই হইতো এই সিরিজ এড়িয়ে যেতে চাইছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে সিরিজের আগে দুই দলই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
২ বছর আগে
দলের প্রয়োজনে মোস্তাফিজকে টেস্ট খেলতে হবে: বিসিবি সভাপতি
দলের প্রয়োজনে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে টেস্ট ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
তিনি বলেন, ‘কে কোন ফরম্যাটে খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটি ফরম্যাট (চুক্তিপত্র) পাঠিয়েছি। যারা তিন ফরম্যাটে খেলতে চায় বা টেস্ট বা দুই ফরম্যাটে খেলতে চায়; আমরা তাদের (জাতীয় চুক্তি অনুযায়ী) অন্তর্ভুক্ত করেছি। মোস্তাফিজ টেস্টে তার নাম লেখায়নি এবং সে বলেনি টেস্ট খেলতে চায়।’
শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন নাজমুল।
সম্প্রতি মোস্তাফিজ জোর দিয়ে বলেছেন তিনি টেস্ট ক্রিকেটে ফিরতে প্রস্তুত নন এবং ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তার জন্য ফরম্যাট বাছাই করা এবং বেছে নেয়া গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
টেস্ট ক্রিকেটে মোস্তাফিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ক্রিকবাজে এমন প্রতিবেদন হলে বাঁহাতি এই পেসার তার অবস্থান পরিষ্কার করেন। বিসিবি সভাপতি সব বিষয়ে অবগত আছেন উল্লেখ করে মোস্তাফিজ বলেছেন, তার অবস্থান জানাতে তিনি তার সঙ্গে বসবেন।
নাজমুল হাসান বলেন, ‘সে (হ্যাঁ) বললো কি না তা গুরুত্বপূর্ণ নয়। কারণ আমাদের প্রয়োজন হলে তাকে (টেস্ট) খেলতে হবে। প্রয়োজন হলে অবশ্যই আমরা তাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ডাকতে পারি। টেস্টের জন্য তাসকিন, শরিফুল ও ইবাদত আছে। তারা সেখানে যদি থাকে এবং আমি মোস্তাফিজকে রাখি তবে শেষ পর্যন্ত আমরা জানি না যে ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ তাকে খেলাবে কি না। তবে যখন প্রয়োজন হবে (টেস্টের জন্য) অবশ্যই তাকে খেলতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই।’
২০১৫ সালে টেস্টে অভিষেক হওয়ার পর থেকে এ সময়ের মধ্যে বাংলাদেশ ৩৯টি টেস্ট ম্যাচ খেললেও মোস্তাফিজকে দেখা গেছে মাত্র ১৪টিতে। এছাড়া তার ইচ্ছা অনুযায়ী বিসিবি তাকে টেস্ট চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নিলে বাঁহাতি এই পেস বোলার সাতটি টেস্ট ম্যাচ মিস করেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ম্যাচে এবং পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তাকে পায়নি বাংলাদেশ।
২ বছর আগে
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা, যাবেন না সাকিব
নিউজিল্যান্ড সফরের জন্য শনিবার ১৮ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দল ঘোষণার কয়েক ঘণ্টা পরই বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এ সফরে না যেতে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছেন। বিসিবির গণমাধ্যম বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের খেলতে নিউজিল্যান্ড সফরের জন্য ৯ ডিসেম্বর টাইগারদের দেশ ত্যাগের কথা রয়েছে। সিরিজের প্রথম ম্যাচ ১ জানুয়ারি এবং শেষ ও দ্বিতীয় ম্যাচ ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সাকিবের চিঠি দেয়ার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, সাকিব ছুটির জন্য মৌখিকভাবে বলেছেন কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে এবং ছুটির কারণ দেখাতে হবে। আর নাজমুলের এ কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই সাকিব বিসিবিকে চিঠি পাঠিয়েছেন।
সাকিব বর্তমানে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে খেলছেন। তবে ইনজুরির কারণে তিনি প্রথম ম্যাচ খেলতে পারেননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মো. খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাইম।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলার সমাপ্তি
ঢাকা টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক
ঢাকা টেস্টের আগে জাতীয় দলে যোগ দিচ্ছেন সাকিব
৩ বছর আগে
করোনায় ১৭২০ ক্রিকেটারের পাশে বিসিবি
দেশের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ৭২০ পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য দুই কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররাও বিসিবির এই সহায়তার জন্য যোগ্য হবেন।
কোভিড-১৯ মহামারীজনিত কারণে ঘরোয়া ক্রিকেট বন্ধ হওয়ায় ক্রিকেটারদের সহায়তার লক্ষ্যে বিসিবির সভাপতি নাজমুল হাসানের পরিকল্পনায় বোর্ডের এই উদ্যোগে ১ হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটার এই প্রণোদনার অর্ন্তভুক্ত হবেন।
আরও পড়ুন: ক্যান্ডি টেস্ট: টাইগারদের রথে শিথিলতা এনে দিল অভিষিক্ত জয়াবিক্রম
ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগ, অনূর্ধ্ব-১৯, নারীদের জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার বিভাগসহ বিভিন্ন জেলা এবং ঘরোয়া ইভেন্টের সাথে জড়িত ক্রিকেটারদের এই সহযোগিতা পাওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে।
৩ বছর আগে
রাতে দেশে ফিরছেন সাকিব
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান রাতেই (বাংলাদেশ সময়) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ইউএনবিকে নিশ্চিত করেছেন।
৩ বছর আগে
মাশরাফির ফিরে আসার সুযোগ নেই, বিসিবি প্রধানের ইঙ্গিত
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি নেয়া শুরু হতে চলেছে।
৩ বছর আগে
করোনাভাইরাস: অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট স্থগিত করল বিসিবি
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ বছর আগে
পাকিস্তানে এভাবে হারাটা দুঃখজনক: নাজমুল
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ।
৪ বছর আগে