তিনি বলেন, ‘টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না। ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে।’
শুক্রবার ফরিদপুরের মধুখালীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে এসব কথা বলেন নড়াইল-২ আসনের সংসদ সমস্য মাশরাফি।
আরও পড়ুন: রাজ্জাকের বাম হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে মস্তিষ্কের: মাশরাফি
উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া খেলার মাঠে ‘আয়শা-সামী ক্রিকেট টুর্নামেন্ট’ শীর্ষক এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সামী ক্রীড়াচক্র টুর্নামেন্টের আয়োজন করে।
ক্রিকেটের প্রতি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, খেলাধুলা পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন খেলার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে তিনি বলেন, তবে এ ব্যাপারে আয়োজনদের সতর্ক থাকতে হবে। কেননা প্রকৃত বল দিয়েই খেলা খেলতে হবে। না হলে ক্রিকেটার হওয়া যাবে না।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই সিরিজ জিতল বাংলাদেশ
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মধুখালীর আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আট উইকেটে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। নির্ধারিত ২০ ওভারে কালুখালীর মৃগী স্পোটিং ক্লাব ছয় উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দুই উইকেট হারিয়ে ২৩৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।
আরও পড়ুন: সিলেটে আরেকটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন
খেলা শেষে মধুখালী পৌরসভার মেয়র সামী রহমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ট্রফি ছাড়াও তাদের মাঝে যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
ফাইনালে চারটিসহ তিন ম্যাচে ১১টি উইকেট নিয়ে আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দলের ইমরুল ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
আরও পড়ুন: সম্মিলিত সিদ্ধান্তে দলের বাইরে মাশরাফি: প্রধান নির্বাচক