বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এই সিরিজের জন্য মাশরাফিকে দলের বাইরে রাখা ছিল নির্বাচক প্যানেলের সম্মিলিত সিদ্ধান্ত।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি হবে। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৫ জানুয়ারি এবং ৩-৭ ফেব্রুয়ারি হবে। ১১ ফেব্রুয়ারি দুদলের মধ্যকার শেষ টেস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: মাশরাফিকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
মাশরাফির ফিরে আসার সুযোগ নেই, বিসিবি প্রধানের ইঙ্গিত
ঘোষিত ওয়ানডে দলের ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছয়জন নতুন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন- ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন এবং মাহাদি হাসান । এর মধ্যে দুজন ইয়াসির ও হাসান মাহমুদ ২০ সদস্যের টেস্ট দলেও জায়গা পেয়েছেন।
নান্নু গণমাধ্যমকে বলেন, ‘আমরা গত ১০ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। এখন আমাদের সবকিছু নতুনভাবে ভাবতে হবে। আমাদের মূল ফোকাস আইসিসি বিশ্বকাপ ২০২৩ এবং চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ। মহামারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা একটি ভালো আন্তর্জাতিক সিরিজ খেলার আশা করছি।’
মাশারাফিকে বাদ দেয়ার বিষয়ে মিনহাজুল বলেন, এটি নির্বাচক প্যানেলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। এটা ছিল কঠিন এক সিদ্ধান্ত, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।
‘মাশরাফি দেশের জন্য অনেক কিছু করেছে। তার প্রতি আমাদের সেই শ্রদ্ধা আছে। তবে দিন শেষে আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। টিম ম্যানেজমেন্টের সাথে দীর্ঘ আলোচনার পর সম্মিলিতভাবে মাশরাফিকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা বিশ্বাস করি যে মাশরাফির জায়গায় যে সুযোগ পাবে সে ভাগ্যবান এবং তাকে প্রমাণ করতে হবে,’ বলেন তিনি।
প্রধান নির্বাচক জানান, দলে অন্তর্ভুক্ত না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে মাশরাফির সাথে দীর্ঘ আলাপ হয়েছে। এ নিয়ে ভুল বুঝাবুঝির কিছু নেই।
ডানহাতি এই পেসার গত বছরের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন। একই ম্যাচে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পদ থেকে পদত্যাগ করলেও শুধু খেলোয়াড় হিসেবে খেলে যাওয়ার ঘোষণা দেন।
নান্নু বলেন, ‘আমরা সবকিছু নিয়েই আলোচনা করেছি। কোনো কিছুই বিবেচনার বাইরে রাখিনি। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথাও আমাদের ভাবতে হয়েছে। আমরা ২০২১ সালের নতুন বছরটি নতুনভাবে শুরু করতে চেয়েছি।’
আরও পড়ুন: উইন্ডিজদের দ্বিতীয় সারির দল নিয়ে হতাশ বাশার
সেই মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং
মাশরাফির জাতীয় দলের হয়ে খেলার আর কোনো সুযোগ আছে কি না এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, তারা হয়তো ঘরোয়া ক্রিকেটে মাশরাফির পারফরম্যান্সের দিকে নজর দেবেন, তবে এটি তাকে জাতীয় দলে জায়গা নিশ্চিত করবে না।
শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ বাংলাদেশের ওয়ানডে দলে পেস আক্রমণে নতুন মুখ। ডান হাতি পেসার হাসান মাহমুদ গত দুই বছরে বোলিংয়ে গতির ঝড় তুলে সবার নজরে আসেন। বাঁ-হাতি পেসার শরিফুল গত বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন। হাসান মাহমুদ ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: ফিটনেসে ফিরতে ১০ কেজি ওজন কমাতে হবে মাশরাফিকে
মাশরাফি বাদ পড়লেও আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। ওয়ানডে এবং টেস্ট উভয় স্কোয়াডেই এই তারকা অলরাউন্ডার রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে আছেন যারা: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।
টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে আছেন যারা: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।