ক্রিকেট সুভ্যেনিয়রের মধ্যে ব্র্যাডম্যানের এ টেস্ট ক্যাপটি বিক্রি হলো দ্বিতীয় সর্বাধিক মূল্যে।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার
রুড মাইক্রোফোনের প্রতিষ্ঠাতা পিটার ফ্রিডম্যান নামের ওই ব্যবসায়ী এর আগে চলতি বছরের শুরুর দিকে নিলামে ৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে নির্ভানা ব্যান্ডের ফ্রন্টম্যান কার্ট কোবাইনের একটি গিটার কিনে নেন। আর বছরের শেষে এসে নিলামে এবার কিনে নিলেন ব্র্যাডম্যানের প্রথম টেস্টের সবুজ ক্যাপ। এ ক্যাপ নিয়ে গোটা অস্ট্রেলিয়া ঘুরে প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে পিটারের।
ব্র্যাডম্যান ২০ বছর অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দলটির সাবেক এ অধিনায়ক ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত ৫২ টেস্ট ম্যাচ খেলে ৬ হাজার ৬৯৬ রান সংগ্রহ করেন।
ভারতের লজ্জার রেকর্ড: মাত্র ৩৬ রানে অলআউট
ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্যার ডন ব্র্যাডম্যানের টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড় ছিল ৯৯.০৪। যে রেকর্ড এখনও অক্ষত রয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টি২০ কাপের শিরোপা খুলনার ঘরে