টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেয়ার অসাধারণ মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে তিনি এ রেকর্ড করেন।
সাকিব ক্রিকেট ইতিহাসের পঞ্চম ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে ৪০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। এর আগে ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির, সুনীল নারিন ও রশিদ খান এই মাইলফলক ছুঁয়েছেন।
সোমবার বিপিএলের ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডোয়াইন ব্রাভোর কাছে ক্যাচ দিয়ে সাকিবের ৪০০তম উইকেট হিসেবে শিকার হন।
আরও পড়ুন: আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলে ৩ বাংলাদেশি ক্রিকেটার
ক্যারিয়ারের ৩৫৩ তম টি-টোয়েন্টিতে এসে সাকিব চারবার করে পাঁচ উইকেট এবং ১০ বার চার উইকেট নিয়ে এই অসাধারণ কীর্তি অর্জন করেছেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাত্র ছয় রান দিয়ে ছয় উইকেট এই ফরম্যাটে সাকিবের সেরা স্কোর। এছাড়াও টেস্টে ২১৫ উইকেট ও ওয়ানডেতে ২৭৭ উইকেট শিকার করেছেন সাকিব।
উল্লেখ্য ৫৫০ এরও বেশি উইকেট নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড ধরে রেখেছেন ডোয়াইন ব্রাভো।