টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।
রবিবার শারজাহতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমের দারুণ ফিফটিতে লঙ্কানদের ১৭২ রানের টার্গেট দেয় টাইগাররা।
পরে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন চারিথ আসালঙ্কা। তিনি ৪৯ বল খেলে ৮০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ভানুকা রাজাপাকসা ৩১ বলে ৫৩ ও পাথুম নিসানকা ২১ বলে ২৪ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও নাসুম আহমেদ। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি উইকেট।
এর আগে মোহাম্মদ নাঈম ও মুশফিকের ফিফটিতে বর করে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। নাঈম ৫২ বলে ৬২ করে আউট হন এবং ৩৭ বলে ৫৭ করে অপরাজিত থাকেন মুশফিক।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিলো বাংলাদেশ