টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার আবুধাবিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বল খেলে অলআউট হয় টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মাহাদী হাসান। এছাড়া লিটন দাস করেন ৩৬ বলে ২৪ রান। এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাক পান নাসুম আহমেদ ও শামীম হোসেন।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে টাইগাররা এবং কার্যত সেমিফাইনে উঠার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। তবে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ টাইগারদের র্যাংকিং নির্ধারণে বড় ভূমিকা রাখবে।