৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের আগে বৃহস্পতিবার জাতীয় দলে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব কয়েকদিন আগে একাই অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরই জাতীয় দলে যোগ দিতে পারবেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে দলের সাথে অনুশীলন করে পরে টিম হোটেলে যোগ দেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সাকিব ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টেস্ট খেলতে পারেননি।
আরও পড়ুন: জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা টেস্ট থেকে বাদ সাইফ হাসান
লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। লিটন দাশের প্রথম টেস্ট সেঞ্চুরি, মুশফিকের ৯১ এবং বাঁহাতি স্পিনার তাইজুলের সাত উইকেট শিকারেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
প্রথম টেস্টে অতিরিক্ত বোলার না থাকায় ভুগতে হয়েছে স্বাগতিকদের। সেই ঘাটতি হয়তো সাকিবের উপস্থিতিতে ভালোভাবেই মেটানো যাবে। এছাড়া ব্যাটিংয়ের জন্যও দারুণ বিকল্প হতে পারেন তিনি।
ঢাকা টেস্ট স্কোয়াডে বাংলাদেশ দলে নতুন ডাক পেয়েছেন মোহাম্মদ নাইম, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
তবে সম্প্রতি টাইফয়েড জ্বরে আক্রান্ত ডানহাতি ওপেনার সাইফ হাসানকে দলের বাইরে রাখা হয়েছে। তার বদলি হিসেবে কাউকে দলে ডাকেনি বিসিবি।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের দল ঘোষণা
এছাড়া সাকিবের পাশাপাশি ঢাকা টেস্টের জন্য তাসকিন আহমেদকেও দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। ডানহাতি এই পেসার টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন, কিন্তু চোটের কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছিলেন তিনি।
এই সিরিজের পর দুই ম্যাচের সিরিজ খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।