টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আগামী ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজুরির কারণে বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার নুরুল হাসান সোহানের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুর হন এবং সোহান ইংল্যান্ডের সঙ্গে খেলার আগে তলপেটে আঘাত পান। ইতিমধ্যে সোহান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের তথ্য অনুসারে, ২ নভেম্বরের ম্যাচ সোহান খেলতে পারবেন কিনা তা ১ নভেম্বর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া ৪৮ ঘণ্টার সম্পূর্ণ বিশ্রাম শেষে আগামী ম্যাচ খেলার জন্য সাকিব ফিট কিনা তা দেখা হবে।
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচের সব ক’টায় হেরেছে টাইগাররা। আর পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ২ ও ৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ড ম্যাচই কি গ্রুপ ২ এর শীর্ষ অবস্থান নির্ধারণ করবে?