শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে দ্রুত ফিফটি করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের দ্রুত ফিফটি ও লিটনের ফিফটির সুবাধে বাংলাদেশ লিড নিতে সক্ষম হয়েছে। তবে দলীয় রানে চ্যালেঞ্জিং স্কোর যোগ করার আগেই দুজনে মাঠ ছাড়েন।
এদিকে মুমিনুল হক ও তামিম ইকবালের পর তৃতীয় দ্রুততম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে লিটন পূর্ণ করলেন দুই হাজার রান।
এর আগে চার উইকেটে ৩৪ রানে চতুর্থ দিন শেষ করে ছিলো বাংলাদেশ। অপরাজিত ছিলেন লিটন ও মুশফিকুর রহিম। পঞ্চম দিনের সকালের সেশনে বাংলাদেশ মুশফিককে হারিয়েছে মাত্র ২৩ রান যোগ হতেই।
এর আগে লিটন ও মুশফিকের সেঞ্চুরিতে ৩৬৫ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। জবাবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ৫০৬ রান করে ১৪১ রানের লিড পায় শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মুশফিক