ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলীর অভিষেক হয়েছে।
মুনিম সম্প্রতি সাকিব আল হাসানের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো খেলে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের সাথে আছেন ডানহাতি ব্যাটার ইয়াসির। তিনি কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে খেলা ওয়ানডে সিরিজে নিজের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হন তিনি।
অন্যদিকে বিপিএলে বাজে পারফরমেন্স সত্ত্বেও বাংলাদেশ একাদশে মোহাম্মদ নাইমকে নেয়া হয়েছে।
ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে মুশফিকুর রহিমমের পরিবর্তে দলে নুরুল হাসান সোহানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও তিনি প্রথম ম্যাচের একাদশে নেই।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ শুরু বৃহস্পতিবার, আফগানদের হারাতে চায় বাংলাদেশ
আগামী ৫ মার্চ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মাহেদী হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, দরবেশ রসুলী, করিম জানাত, ফজল হক ফারুকী, মুজিব উর রহমান, কায়েস আহমেদ।
আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু বুধবার