মিনিস্টার গ্রুপ রাজশাহী ছাড়া টুর্নামেন্ট অংশ নেয়া অন্য চারটি দল এই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টি-২০ কাপ: টেবিলের শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল চট্টগ্রাম
প্লে-অফের প্রথম খেলায় দুপুর সাড়ে ১২টায় বেক্সিমকো ঢাকা- ফরচুন বরিশালের মুখোমুখি হবে। এর আগে লীগ পর্বের শেষ ম্যাচেও এ দুটি দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে মোহাম্মদ নাঈম শেখের সেঞ্চুরি সত্ত্বেও বরিশাল জয়ী হয়েছিল। ঢাকার বিপক্ষে দুই রানের জয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করে তারা।
লীগ পর্বে আট খেলায় মাত্র তিনটি জয় নিয়ে প্লে-অফে খেলবে বরিশাল। অপরদিকে ঢাকা চারটি ম্যাচ জিতেছে। এলিমিনেটরের হেরে যাওয়া দলটি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে।
আরও পড়ুন: পেশির ইনজুরিতে পড়ে টি২০ কাপ থেকে ছিটকে গেলেন জায়েদ
প্লে- অফের দ্বিতীয় খেলায় বিকাল সাড়ে ৫টায় অপ্রতিরোধ্য চট্টগ্রাম ও তারকায় ঠাসা খুলনা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দল বাদ পড়বে না। সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠার।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর (মঙ্গলবার)। সে ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল ও এলিমিনেটর ম্যাচের জয়ী দল। এই ম্যাচে জেতা দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের সঙ্গে। ১৮ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টি-২০ কাপ: রানের পাহাড় ডিঙিয়ে রাজশাহীকে হারাল বরিশাল
এক নজরে বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লে-অফের সূচি
এলিমিনেটর: বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশাল (১৪ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টা)
প্রথম কোয়ালিফায়ার: গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা (১৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৫টা)
আরও পড়ুন: আশরাফুল শিগগিরই বড় ইনিংস খেলবে: সারোয়ার ইমরান
দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল (১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টা)
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (১৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা)