দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে ওভারের সংখ্যা কমিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে। এ ম্যাচে দুই দলের মধ্যে প্রতিযোগিতা হবে ৪২ ওভারে।
আনুমানিক ২টা ২২মিনিটে ৪ দশমিক ২ ওভারের পরে বৃষ্টির কারণে খেলা বাধাগ্রস্ত হয়, যার ফলে ম্যাচটি দুই ঘণ্টা থেমে থাকে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
সংশোধিত প্লেয়িং কন্ডিশনের অধীনে, প্রতিটি দল সর্বোচ্চ ৪২ ওভার ব্যাট করবে। দুই বোলার সর্বোচ্চ নয় ওভার করতে পারবেন, আর তিনজন বোলার সর্বোচ্চ আট ওভার করতে পারবেন।
প্রথমে নয়টি ওভারকে প্রথম পাওয়ারপ্লে হিসেবে নির্ধারণ করা হবে, তারপরে ১০ তম থেকে ৩৪তম ওভার পর্যন্ত দ্বিতীয় পাওয়ারপ্লে এবং বাকি ওভারগুলো নিয়ে তৃতীয় পাওয়ারপ্লে গঠন করবে।
এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি একই ভেন্যুতে ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।