স্পেন, ২৮ আগস্ট (এপি/ইউএনবি)- ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের দলবদল নিয়ে জোর আলোচনা চলছে ইউরোপিয়ান ফুটবলে। শেষ পর্যন্ত কোন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন নেইমার তা নিয়ে ফুটবল প্রেমীদেরও ব্যাপক আগ্রহ।
বর্তমানে পিএসজিতে থাকা নেইমারকে বার্সেলোনায় ফেরানোর ব্যাপারে মধ্যস্ততাকারী হিসেবে থাকা এক বার্সা কর্মকর্তা জানান, তারা নেইমারকে ফেরানোর খুব কাছাকাছি রয়েছেন।
মঙ্গলবার স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কাতালান ক্লাবটির ওই কর্মকর্তা হাভিয়ের বোর্দাস বলেন, পিএসজির সাথে কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা চলমান রয়েছে।
বোর্দাস বলেন, ‘এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি, তবে আমরা (চুক্তির) খুব কাছাকাছি।’
চলতি সপ্তাহে পিএসজির হয়ে কোনো ম্যাচ খেলেননি নেইমার। ২০১৭ সালে সবচেয়ে দামি খেলোয়ার হিসেবে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে দুটি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে প্রত্যাশার চেয়ে নেইমার পারফরম্যান্স ছিল হতাশাজনক।