বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে বেসরকারি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট কিনতে না পারায় মিরপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন শত শত ক্রিকেটভক্ত।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই সংঘর্ষ হয়।
ঐতিহাসিকভাবে, অতীতে বিপিএলের টিকিটের শান্তিপূর্ণ বিক্রি নিশ্চিত করতে হিমশিম খেয়েছিল বিসিবি। তবে এবারও তারা সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকা সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীরা জাতীয় দলের একজন ক্রিকেটারের গাড়িও আটকে দিয়েছিল বলে জানা গেছে। তবে ঘটনার সময় ওই ক্রিকেটার গাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
গতকাল বোর্ড টিকিট বিক্রির আনুষ্ঠানিক তথ্য না দেওয়ায় টিকিটের জন্যও বিক্ষোভ করেছিল ভক্তরা। এরপর ভক্তরা কোথা থেকে, কীভাবে টিকিট কিনতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে বিকালে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।
এ বছর অনলাইন প্ল্যাটফর্ম ও একটি বেসরকারি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন ভক্তরা। কিন্তু ভক্তদের দাবি, তারা মিরপুর শাখা থেকে টিকিট নিতে পারেননি, যা তাদের ক্ষুব্ধ করেছে।
অনলাইন ক্রেতাদের জন্য, টিকিটগুলো অফিসিয়াল ওয়েবসাইটের (www.gobcbticket.com.bd) মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে।
আর টিকিটের হার্ড কপি বিক্রি হচ্ছে মধুমতি ব্যাংক পিএলস ‘র নির্ধারিত শাখায়। রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া গেছে। সোমবার বিপিএলের উদ্বোধনী দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি চলবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা
বিক্রয় সুবিধার শাখাগুলোর মধ্যে রয়েছে মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোডে। দর্শকদের নির্দিষ্ট সময়ে তাদের নিকটতম শাখায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল লড়বে নবাগত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে।