ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং পতনমুখী লীগ নেতা বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২২-২৩ এ জয়ের পথে ফিরেছে।
শনিবার বিকালে ফোর্টিস এফসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে জয়ের পথে উঠে আসে দলটি।
আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজমপুর এফসি উত্তরার বিপক্ষে দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে আধিপত্য বিস্তার করে কিংস।
৩৩তম এবং ৪৫+২ মিনিটে (২-০) ব্রাজিলিয়ান খেলোয়ার রবসন রবিনহো কিংসের হয়ে দুবার আঘাত করেছিলেন। ৬০ ও ৭৯ মিনিটে (৪-০) আরও দু’টি গোল করেন আরেক ব্রাজিলিয়ান খেলোয়ার ডরিয়েল্টন গোমেস।
আরও পড়ুন: বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার
৯৩তম মিনিটে ফোর্টিসের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড গাইরা জুফ একটি গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন(৪-১)।
১২ ম্যাচে ৩৪ পয়েন্টের অপরাজিত রেকর্ড নিয়ে বসুন্ধরা টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ফোর্টিস অনেকগুলো ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ও বাংলাদেশ পুলিশের মধ্যকার আজকের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১০ মিনিটে পুলিশকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড আরাঙ্গো (১-০)। ৫৬ মিনিটেমোহামেডানের হয়ে স্থানীয় মিডফিল্ডার ইমন (১-১) সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: মুক্তিযোদ্ধা এসকেসিকে ৬-১ গোলে হারিয়েছে মোহামেডান এসসি