টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশকে ছয় উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। এ হারের মাধ্যমে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলো টাইগাররা।
মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশের দেয়া ৮৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ দুইটি এবং মেহেদী হাসান ও নাসুম আহমেদ একটি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মাহাদী হাসান। এছাড়া লিটন দাস করেন ৩৬ বলে ২৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাক পান নাসুম আহমেদ ও শামীম হোসেন।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচেও হেরেছে টাইগাররা। এছাড়া সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরেকটি ম্যাচ রয়েছে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: ৮৪ রানে অলআউট বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ