সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ক্রিকেট তারকারা তাদের ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে লিখেন, ‘আল্লাহ আমাদের সকল ভালো কাজের পাশাপাশি আমাদের কোরবানিগুলোও কবুল করুন এবং দুনিয়ায় (পার্থিব জীবন) এবং আখেরাতে আমাদের পুরস্কার দান করুন।’
আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন, ফেসবুকে তার সকল ভক্ত ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি লেখেন, ‘ঈদুল আজহা হল আল্লাহর আদেশের ত্যাগ ও অঙ্গীকারের দিন। আল্লাহ আমাদের সকলকে একই ভালোবাসা এবং শক্তি দান করুন এবং আমাদের মধ্যে যারা অসহায় ও অভাবী তাদেরকে সাহায্য করুন। ঈদ মোবারক!’
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘আসসালামুয়ালাইকুম। সকলকে ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন)। ’
পেস বোলার তাসকিন আহমেদ তার ছেলের সাথে একটি ছবি পোস্ট করে ঈদ মোবারক জানিয়ে লেখেন, ‘আমার ও তাশফীন আহমেদ রিহানের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার মোবারক।’
তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এবং তিনি বলেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই ঈদ সবার জন্য আনন্দময় হোক। ঈদ মোবারক।’
বাঁহাতি পেস-বোলার মোস্তাফিজুর রহমান এবার নিজের গ্রাম সাতক্ষীরাতে ঈদ উদযাপন করছেন। তিনি তার পরিবারের সাথে একটি ছবি পোস্ট করেছেন এবং ফেসবুকে লেখেন, ‘বিশ্বের সকল মুসলিম ভাই-বোনকে ঈদ মোবারক। এই শুভ দিনটি আপনার জীবনে স্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। ’
এদিকে, করোনাভাইরাস মহামারিজনিত কারণে মার্চ মাসের মাঝামাঝি থেকেই বাংলাদেশে সকল ক্রিকেট কার্যক্রম বন্ধ রয়েছে। কয়েকজন ক্রিকেটার ঈদের এক সপ্তাহ আগে ব্যক্তিগত প্রশিক্ষণ শুরু করেছেন। এই প্রশিক্ষণ কর্মসূচি ঈদের পরেও চলতে পারে এবং আরও বেশ কিছু ক্রিকেটার এতে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।