অস্ট্রেলিয়ায় অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়নি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে খুব ভালো করেছে, তবে ভবিষ্যতের দিকে তাকালে সে আমাদের পরিকল্পনার অংশ নয়।’
তিনি বলেন, ‘নির্বাচক, কোচ এবং বোর্ডের সাথে জড়িত সবার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে।‘
মিনহাজুল আরও বলেন, নতুন টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেছেন এবং তাতে মাহমুদউল্লাহর জন্য কোনো জায়গা নেই।
বেশ কিছুদিন ধরেই খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। এশিয়া কাপে ভালো করতে পারেননি এই অলরাউন্ডার। এর আগে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো পারফরমেন্স করতে ব্যর্থ হন তিনি।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা, যাবেন না সাকিব
মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মতো সিনিয়রদের খেলা মিস করবে বাংলাদেশ। কারণ দুজনেই সম্প্রতি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।
বিশ্বকাপের টি-২০ স্কোয়াড থেকে উপেক্ষা করায় মাহমুদউল্লাহর এই ফরম্যাটে ক্যারিয়ার অনানুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে।
সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশের হয়ে সবার খেলার সুযোগ আছে। তবে এটা পরিষ্কার যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাহমুদউল্লাহর ক্যারিয়ার শেষ হয়ে গেছে।’
বিশ্বকাপ দলে যোগ করা হয়েছে টপ অর্ডার ব্যাটার সাব্বির রহমানকে। কিন্তু আলোচনায় থাকা সৌম্য সরকারকে উপেক্ষা করা হয়েছে। দলে অবশ্য নাজমুল হোসেন শান্তকে যোগ করা হয়েছে। যার ফরম্যাটে কোনো বিশেষ পারফরম্যান্স নেই।
মিনহাজুল বলেন, ‘অধিনায়ক ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করে নাজমুল ইসলাম শান্তকে দলে যোগ করা হয়েছে।’
বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশ নেবে। যেখানে পাকিস্তানও থাকবে।
আগামী ৭ অক্টোবর ক্রাইস্টচার্চে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বিশ্বকাপের সুপার ১২ রাউন্ডে গ্রুপ দুইয়ে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের সঙ্গে থাকবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের দুটি দল।
টাইগাররা তাদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে এবং তাদের অন্যান্য ম্যাচ ২৭, ৩০ অক্টোবর এবং ২ ও ৬ নভেম্বর।
সুপার ১২ রাউন্ডের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে যা ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।