শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পারিবারিক কারণে গত সিরিজ খেলতে না পারলেও এই সিরিজে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া ফিটনেস ঠিক থাকলে খেলবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এছাড়া দলে রাখা হয়েছে পেসার রেজাউর রহমান রাজাকে।
তবে অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম।
আরও পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মোশাররফ
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।
এই সিরিজটি চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন: খালেদকে জরিমানা করল আইসিসি