বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল।
শনিবার চট্টগ্রামে ব্যাট হাতে সাকিব আল হাসান বরিশালকে তৃতীয় জয় এনে দিয়েছেন।
আরও পড়ুন: দুর্বল ব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই বিপিএল শুরু শুক্রবার
টস হেরে প্রথমে ব্যাট করে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।
১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে টসে জিতে বরিশালকে প্রথমে ব্যাট করতে পাঠায় কুমিল্লা।
উদ্বোধনী জুটি ভালো করতে ব্যর্থ হলেও চার নম্বরে নেমে সাকিব আটটি চার ও চারটি ছক্কায় দলকে ২০ ওভারে ছয় উইকেটে ১৭৭ রান করতে নেতৃত্ব দেন।
এছাড়াও, বরিশালের হয়ে ইব্রাহিম জাদরান ও চতুরাঙ্গা ডি সিলভা যথাক্রমে ২৭ ও ২১ রান করেন।
এদিকে কুমিল্লার হয়ে তানভীর ইসলাম ৩৩ রানে চার উইকেট নেন।
এছাড়া ১৭৮ রান তাড়া করতে নেমে কুমিল্লা ২০ ওভারে সাত উইকেটে ১৬৫ রান করতে সক্ষম হয়।
তাদের পক্ষে খুশদিল শাহ ৪৩ এবং ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন যথাক্রমে ২৮ ও ২৭ রান করেন।
তবে কুমিল্লার হয়ে ব্যাট হাতে ভালো করতে পারেননি পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি ১১ বলে ১৮ রান করেন।
এছাড়া বিপিএলে বরিশাল তাদের তৃতীয় জয়ের মুখ দেখলেও কুমিল্লা এখনও একটি ম্যাচও জিততে পারেনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: জয় দিয়ে সিলেট স্ট্রাইকার্সের যাত্রা শুরু
এশিয়া কাপ ক্রিকেট: শ্রীলঙ্কা, আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ